খুলনা ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৮:৫২ পিএম
খুলনায় জাতীয় কবি নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপন
খুলনা মহানগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মিলনায়নে নজরুল জন্মোৎসবের উদযাপিত হয়েছে।
শনিবার (২৪ মে) খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা নজরুল একাডেমী ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মোৎসব সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক জান্নাতী আফরোজ প্রমুখ।
নজরুল জন্মোৎসবে চিত্রাংকন, নজরুলের কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
ভোরের আকাশ/এসআই