বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৬:১২ পিএম
বরিশালে ইএসডিও এর এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত
বরিশালে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যাগে ইউনিসেফ এর সার্বিক সহযোগিতায় এ্যাডভোকেসী ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫মে) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড সেইন্ট বাংলাদেশ এর কনফারেন্স কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা কার্যালয়ের এ কে এম আখতারুজ্জামান তালুকদার, মেহেরুন নাহার মুন্নি (উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল), প্রিন্স বাহউদ্দিন তালুকদার (উপ-পরিচালক অধিদপ্তর বরিশাল), আনোয়ার হোসাইন (চিফ ফিল্ড অফিসার ইউনিসেফ বরিশাল)।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ৪০৮ উপজেলা ৫৩ জেলায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে বরিশালে সদর উপজেলা সহ মুলাদি, মেহেন্দিগন্জ, ভোলাতে কার্যক্রম চলমান রয়েছে।
তারা বলেন, সমাজের ১৫-২৪ বছর বয়সী নারীদের নিয়ে প্রশিক্ষণ এবং চাকরির ব্যবস্হা করা। এছাড়া স্হানীয় লোকজন ও সরকারি কর্মকর্তাদের মতামত এর ভিত্তিতে প্রাথমিকভাবে স্কুল থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ, ডিভোর্স প্রাপ্ত, এসব বিবেচনা করে নির্বাচন করা হয়।
প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত অসহায় এসব মানুষদের নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। স্কিল উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, তাদেরকে উদ্যোগতা হিসেবে তৈরি করা, যাচাই বাচাই শেষে চাহিদা নিরূপন করা, দক্ষতা উন্নয়ন বৃদ্ধির ব্যবস্হা করা এবং ফলোআপ তৈরি করা।
তারা আরও বলেন, বরিশাল সদরে ১২৬০ জন, মুলাদিতে ২২৫জন, মেহেন্দিগন্জে ৬০ জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৬১৫ জনের চাকরির ব্যবস্হা করা হয়েছে। সর্বশেষ চাকরির মেলার আয়োজন করা হয়। সেখান থেকে ১১৭ জন চাকরির ব্যবস্থা হয়।
ভোরের আকাশ/জাআ