জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৩:০৯ পিএম
জলঢাকায় ভূমি মেলা শুরু
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি - নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যব¯’াপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পশু সম্পদ কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপ¯ি’ত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
ভোরের আকাশ/আজাসা