রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ০৫:৩৭ পিএম
ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে বানিবহ ইউনিয়ন বাসীর ব্যানারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ব্যবসায়ী খলিলুর রহমান, ইউপি ইমাম কমিটির সভাপতি দাউদ ব্যাপারী, ছাত্র প্রতিনিধি সুমন ইসলামসহ অনেকে।
এ সময় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসর বিনা ভোটের চেয়ানম্যান শেফালী আক্তারকে অপসারণ এবং ভোট চুরির অপরাধে গ্রেপ্তার করে শ্বাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা। দাবি মানা হলে বৃহত্তর কর্মসূচি দেবার হুশিয়ারি দেওয়া হয়।
এর আগে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী।
ভোরের আকাশ/এসএইচ