বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫ ০৫:১৪ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী মেলা ও সেমিনার।
সোমবার (২৬ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় নগরীর অশ্বিনীর কুমার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল সুফল চন্দ্র গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।
শুরুতে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা এক আলোচনা সভায় বিজ্ঞান মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে তারা মেলার স্টল পরিদর্শন করেন।
মেলায় বরিশাল জেলার ১০ টি উপজেলাসহ মহানগরীর ১০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল রয়েছে, মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত।
ভোরের আকাশ/এসআই