আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৮:১৬ পিএম
আওয়ামীলীগ-ছাত্রলীগের দুই নেতা শ্রীঘরে
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০) ও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬)। আওয়ামীলীগ কর্মী ইসমাইল ওই ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এবং মিঠু আদমদীঘি সদর ইউপির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাদের দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/এসআই