টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১২:২৩ এএম
সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শফিউল্লাহ মিয়া (৪৭)। তিনি দেলদুয়ার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে।
নিহত শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ মার্চ ১০ দিনের ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেন।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে তিনি হাঁটতে বের হন।হাঁটতে হাঁটতে দেলদুয়ার হাসপাতালের সামনে আসলে একটি মাটির ট্রাক (ঢাকা মেট্রো -ড ১১-৫১১২) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে তাকে চাপা দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই তিনি মারা যান। লোকজন জড়ো হওয়ার আগেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। পরে দেলদুয়ার থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এসআই মোহাম্মদ আলী বলেন, পরিবারের সঙ্গে কথা বলে ও কাগজপত্র পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ