আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫ ০৫:১১ পিএম
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আ.লীগের সভাপতি অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এই জনপ্রতিনিধির দলবদলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা তৈরি হয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি অ্যাড. মনিরুল ইসলাম চরমোনাই পীর ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করেন এবং ইসলামি আন্দোলনে যোগ দেন। ঘটনাটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বিষয়টি নিয়ে আ.লীগের ভেতরের বিশৃঙ্খলা ও সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন তুলছেন।
একজন ফেসবুক ব্যবহারকারী মো. ফয়সাল বারী লিখেছেন, ‘জেলা আ.লীগের নেতারা কোথায়? কোথায় তাদের ব্যর্থতা? এইসব সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছেন।’
অন্যদিকে কে এম রিমন নামে একজন মন্তব্য করেন, ‘পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে।’ তবে অ্যাড. মনিরুল ইসলাম আ.লীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমাদের দলে অপরাধী বা দাগি ব্যক্তিদের জায়গা নেই। কেউ যদি অন্য দলে থাকেন, তবে তাকে তওবা করে আমিরের কাছে বায়াত নিয়ে দলে আসতে হয়। তবে তারা কোনো দলীয় পদে অধিষ্ঠিত হবেন না।
ভোরের আকাশ/এসএইচ