ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১২:২৩ পিএম
সুগন্ধা-বিষখালীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের ৪ টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ মে) সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার নদীতীরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতেই সুগন্ধ্যা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিন্তকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদী গর্বে বিলিন হয়ে যাচ্ছে। এতে মানুষ অসহায় হয়ে পড়েছে, অথচ দীর্ঘদিনের এই ভাঙরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বক্তারা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রন্ত হবে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়বে।
মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা ভাঙনরোধে দ্ররু স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, পোনাবালিয় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন, বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল ও আফজাল হোসেনসহ আরো অনেকে।
ভোরের আকাশ/আজাসা