দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৫:৫০ পিএম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও দূর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সচেতন ছাত্র-যুবসমাজ ও স্থানীয় নাগরিকরা।
বুধবার (১৪ মে) সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তারা দূর্ঘটনায় জড়িত চালকদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
গত ৫ মে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর চাঁদগঞ্জ কলেজের ইংরেজির সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারজানা সুলতানা লিপি (৪৫) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নিহত ফারজানার স্বামী মাহবুবুল হক হেলাল, সমাজসেবক আল মামুন বিপ্লব প্রমুখ।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।
ভোরের আকাশ/এসআই