শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ ০১:৪০ পিএম
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেল সংঘর্ষে জাহিদ শিকদার (২৭) নামে এক ঠিকাদার নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। শুক্রবার রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন সুম্ভক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ শিকদার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে। আহতরা হলো; নিহত জাহিদ শিকদারের ভাই শাহিন শিকদার, বরিশালের গৌরনদী উপজেলার গোবরধন এলাকার আবুল সরদার, শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের সিপাহী কান্দি এলাকার বিল্লাল বেপারীর ছেলে নাদীম, সাফিন ও ফয়সাল। তবে সাফিন ও ফয়সালের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, জাহিদ শিকদার বিকেলে মোটরসাইকেল যোগে শিবচরের শেখপুর ও পাঁচ্চরে সাইডে তার চলমান কাজ দেখতে আসেন। তখন তার মোটরসাইকেলটি সুম্ভুক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ শিকদারকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে ৩ জনকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ