টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৫:০৪ পিএম
টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি
নিদিষ্টস্থানে ময়লা আবর্জনা ফেলি, নিজেকে সুস্থ রাখি- এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১০ মে) দুপুরে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের উদ্যোগে এ মশক নিধন কর্মসূচির আয়োজন করা হয়। টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ফগার মেশিন দ্বারা মশক নিধন ঔষধ দেওয়া হয়ছে। এ সময় যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দিনের বেলাও মশারি টানিয়ে বা কয়েল জালিয়ে থাকতে হচ্ছে মানুষকে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে ৫৭ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মশার ঔষধ সিটানো ও ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি।
ভোরের আকাশ/এসআই