কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ০২:১৪ পিএম
কাপাসিয়ায় তামাকজাত পণ্য বিক্রির ওপর সচেতনতা অভিযান
গাজীপুরের কাপাসিয়ায় তামাক জাত পণ্য বিক্রির ক্ষেত্রে সতর্কতামূলক বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে কাপাসিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
লাইসেন্সবিহীন ও তামাক পণ্য বিক্রি সঠিক নিয়ম না মেনে বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনা করেছেন ইউএনও তামান্না তাসনীম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. রুহুল আমিন। কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু।
এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ‘তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ বাস্তবায়নের লক্ষ্যে তামাকজাত দ্রব্যের দোকান মালিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এসএইচ