পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১১:৩১ এএম
পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ আটক ৪
বরগুনার পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ। গতকাল রোববার বেলা তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
এর আগে শনিবার দিবাগত রাত রোববার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পাথরঘাটার কাকচিড়ার ইউনিয়নের কাটাখালি বাজারসংলগ্ন এলাকায় এগুলো জব্দ করা হয়।
রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা, ২টি ডিজিটাল ওয়েট মেশিনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০)। তারা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোস্ট গার্ডের টহল কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ