নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ১১:৩৭ পিএম
শাহবাগে ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শাহবাগে ফুলের অস্থায়ী দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৫ এপ্রিল) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলেও জানান তিনি। বিভিন্ন খাবার দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থলে কাউকে ভিড়তে দেয়া হচ্ছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে রাত ৯টা ৫৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ভোরের আকাশ/এসএইচ