নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ০৯:২০ এএম
রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ১
রাজধানীতে একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লেগে আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) ভোরে বংশাল থানা মাকরোশা মাজার নাজিমদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।
এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন। ঢামেকে যারা আছেন তাদের মধ্যে রয়েছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)।
এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন (৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভোরের আকাশ/এসএইচ