নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ০৩:৪০ পিএম
রাজধানীতে স্বস্তির বৃষ্টি
কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। তীব্র রোদ আর গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।
রাজধানীর ভাটারা, উত্তরাসহ কয়েক স্থানে নেমেছে স্বস্তির বৃষ্টি, সঙ্গে বইছে শীতল বাতাস।
এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
ভোরের আকাশ/এসএইচ