× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরিয়ার সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১২:৫১ এএম

শাহরিয়ার সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

শাহরিয়ার সাম্য হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। অবস্থান কর্মসূচি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে বুধবার, শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের একদল শিক্ষার্থী।

এদিকে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রদল ও বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। ক্যাম্পাসে টানা নয় মাসে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় নিরাপত্তার অভাব ও প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘আর চাই না এনএসআইয়ের প্রক্টর’, ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’—এই ধরনের স্লোগান দেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে তিন দফা দাবি উত্থাপন করে আমরণ অনশনে বসেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বুধবার দুপুর ২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে শুরু হওয়া এই অনশনে তিনি বলেন, “সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত এই অনশন চলবে।”

তার তিন দফা দাবি:
১. শাহরিয়ার সাম্য হত্যার বিচার ও দায়ীদের গ্রেপ্তার,
২. ডাকসু নির্বাচনের জন্য কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণা,
৩. বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন।

ইয়ামিন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেই এক গোষ্ঠী ডাকসু নির্বাচন নিয়ে অনীহা প্রকাশ করছে এবং অচলাবস্থার সৃষ্টি করছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে ২০ মে রাতে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে এ ঘটনার বিচার নিশ্চিত করতে কাজ করছে। আমরা কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই অপরাধীদের বিচারের আওতায় আনতে চাই।”

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 লাইফস্টাইল

লাইফস্টাইল

 অনলাইন পেজের প্রতারণার ফাঁদে অর্থ খোয়াচ্ছে শত শত মানুষ

অনলাইন পেজের প্রতারণার ফাঁদে অর্থ খোয়াচ্ছে শত শত মানুষ

 মানিকগঞ্জ সদরপুর গ্রামে গভীর রাতে কালীমন্দিরে আগুন

মানিকগঞ্জ সদরপুর গ্রামে গভীর রাতে কালীমন্দিরে আগুন

 মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

 যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্যসহ গ্রেফতার ২

যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্যসহ গ্রেফতার ২

 বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু

 অগ্রণী ব্যাংকের সাথে ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডরদের চুক্তি স্বাক্ষর

অগ্রণী ব্যাংকের সাথে ডাটা কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডরদের চুক্তি স্বাক্ষর

 আইএফআইসি ব্যাংকের আয়োজনে কর্মশালা

আইএফআইসি ব্যাংকের আয়োজনে কর্মশালা

 বেবিচক ফাউন্ডেশনে দুই কোর্সের সনদ বিতরণ

বেবিচক ফাউন্ডেশনে দুই কোর্সের সনদ বিতরণ

 হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

হরিরামপুরে কালো মানিকের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ

সংশ্লিষ্ট

বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়: সিপিডি

নির্বাচন ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়: সিপিডি

‘‘ ইশরাককে মেয়র পদে শপথ পাঠের বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ’’

‘‘ ইশরাককে মেয়র পদে শপথ পাঠের বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার বিভাগ’’