নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ১০:০৩ পিএম
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগে। রাত ৮টা ২৫ মিনিটের দিকে সংবাদ পাই। এরপর ৮টা ৩২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ভোরের আকাশ/এসআই