নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৪:৫৬ এএম
রাজধানীতে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইফ হোসেন মুন্না নামের এক যুবকের ওপর অতর্কিতে হামলা চালায় তিন যুবক। আশপাশে চলাচলরত যানবাহন ও পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি।
ফুটেজে আরও দেখা যায়, মুন্নার পাশে থাকা এক যুবক হঠাৎ তাকে মাটিতে ফেলে দেয়। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে দু’জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে একের পর এক কোপাতে থাকে। হামলার সময় মোটরসাইকেল চালক হেলমেট পরা ছিলেন। হামলাকারীরা মুন্নাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।
হামলায় মুন্নার হাত ও পায়ে গুরুতর জখম হয়। তার শরীরে একাধিক কোপের দাগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এলাকাভিত্তিক চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরেই এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা হলে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ভোরের আকাশ//হ.র