ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৯:১৪ পিএম
মিরপুরে বস্তিতে আগুন
রাজধানী মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরের ওই বস্তিতে এ আগুন লাগে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি বলেন, মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে তিনটি ইউনিট।
এছাড়া কুর্মিটোলা ফায়ার স্টেশন ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/জাআ